খুলনায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সভা সমাবেশ। তবে এই সমাবেশ এর আগে থেকেই খুলনায় বাস ট্রেন শহ সব ধরণের যানবাহন বন্ধ করে দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক এবং বিশ্লেষক শামসুল আলম। নিচে সেই স্ট্যাটাসটি তুলে ধরা হল-
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
এই সেই বাটপার, যার নির্দেশে বন্ধ রয়েছে খুলনার সকল প্রকার পরিবহন- উদ্দেশ্য বিএনপির মহাসমাবেশে লোক আসতে বাধ দেয়া।
মানুষকে কষ্ট দেয়া মিজান এবং তার সহযোগিদের উদ্দেশ্যে আজকের সমাবেশ থেকে বয়কট ঘোষণা দেয়া হোক- এদের বাসে বিএনপির কেউ আর চড়বে না।
[আর নয় মুখ বুজে থাকা, এদেরকে জবাব দিতে হবে, যে যেমন করে।]