বাংলাদেশে রাজনীতে অতীতে অনেক গুমের অভিযোগ রয়েছে বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের বিরুধ্যে এই অভিযোগ রয়েছে বিএনপির। তাদের বহু নেতাকর্মীদের গুম করা হয়েছে বলে তারা অভিযোগ করে আসছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ওয়াহিদ উন্নবী স্বপন। নিচে সেটি তুলে ধরা হল-
এই সেই ফারুকী যিনি কি না ২০১৮ সালের নির্বাচনের আগে রেব ২ এর উপ অধিনায়ক ছিলেন। সেই সময়
ফারুকীর নেত্রীত্বে বি এন পির অনলাইন এক্টিভেস্ট সহ অনেক কেই গুম ও নির্যাতন করা হয়।
আমি নিজেও গুম হই এই ফারুকীর টিমের মাধ্যমে।
যত রকমের মিথ্যা মামলা দেয়া যেত এই ফারুকী দিত।
আজ ওর কি পরিনতি।
আমার খুব ইচ্ছা ছিলো ফারুকীর সাথে জীবনে এক বার মোলাকাত করার – সম্ভবতঃ ফারুকীর এই সাময়িক বরখাস্ত দেশ ত্যাগের এক ধান্দা।
কারন ও আওয়ামীলীগের জন্য ২০১৮ সালে যা করেছে তাতে ওর চাকুরী যাওয়ার কথা না।
আই মিন They are now trying to escape Because they know what will be their fate in future.
ফারুকীর বিস্তারিত যুক্তরাজ্য হোম অফিসেও রক্ষিত আছে। পালাবী কোথায়????
ফুট ফুটে সুন্দর—— বাচ্চা