Friday, March 24, 2023
বাড়িEntertainmentনকল সানির ঠেলায় এবার বিপাকে আসল সানি লিওন (ভিডিও)

নকল সানির ঠেলায় এবার বিপাকে আসল সানি লিওন (ভিডিও)

Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারকাদের নকল করে অনেকে নানা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরী করে থাকে যার কারনে ভক্ত অনুরাগীদের বিপাকে পড়তে হয় এমনকি খোদ তারকারাও বিপাকে পড়েন।এবার এমনি একটি ঘটনা ঘটেছে সানি লিওনের সাথে। সম্প্রতি পেশাদারদের জনপ্রিয় নেটওয়ার্ক ‘লিংকডইন’ থেকে নিষিদ্ধ করা হয় সানি লিওনকে। ঘটনার আকস্মিকতায় তিনি ক্ষুব্ধ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) একটি ভিডিও পোস্ট করে তিনি বিষয়টি সবার নজরে আনেন।

ভিডিওতে সানি বলেছেন, ‘এক মাস দারুণ কাজ করার পর সোশ্যাল মিডিয়া আমার অ্যাকাউন্ট ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, তারা ভেবেছিল, আমি সত্যিকারের সানি লিওন নই! আমি জানি, আমার অ্যাকাউন্টে প্রচুর ট্রাফিক ছিল। কিন্তু আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট মুছে ফেলার কোন কারণ ছিল না. এটা খুব খারাপ. আশা করি, তারা তাদের মত পরিবর্তন করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটি ই-মেইলও পাঠাননি।’

যদিও পেজটি ইতিমধ্যেই মুছে দিয়েছে সংস্থাটি। ফলে তিনি ওই পেজ ফেরাতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সানি লিওন তার সোশ্যাল মিডিয়া পেজগুলিতে প্রতিটি পদক্ষেপে তার আপডেট দেয়। তবে এবার তিনি যা বললেন তাতে অনেকেই বিস্মিত। নকল সানির ধাক্কায় বিপাকে পড়েছেন সানি নিজেই।

প্রসঙ্গত, গত বছর ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের মিউজিক ভিডিওতে নেচে বাংলাভাষীদের নজর কেড়েছিলেন সানি লিওন। বিপুল বাজেটে গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংগঠনটি সঙ্গীতের পাশাপাশি নান্দনিক উপস্থাপনাকেও সমান গুরুত্ব দিচ্ছে। সে কারণে প্রতিটি গানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments