এবার চোরের কবলে পড়লেন কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। জানাগেছে ঘরে না থাকার সুবাদে সুযোগ পেয়ে তার বাসা থেকে ১৫ ভরি স্বর্ণলংকার নিয়ে গিয়েছে চোরেরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিকের ১নং ওয়ার্ডের টিসি রোড এলাকায় চান টাওয়ারের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
ওই রাতেই আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন।
কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী বলেন, মা আর আমি সন্ধ্যায় ঘরে তালা দিয়ে বের হই। প্রায় দেড় ঘণ্টা পর আমরা বাসায় ফিরে দেখি আমাদের বাড়ি এলোমেলো অবস্থায় আছে।
কিন্তু দরজা বাইরে অক্ষত ছিল। চোরেরা আমার শ্বশুরবাড়ির ও আমার পরিবারের দেওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। তবে গয়না ছাড়া কিছুই লুট হয়নি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।