বাংলাদেশী মুদ্রায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে চাওয়ার দাবি উঠেছে। তবে সেই দাবির কথা শুনে নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার এই দাবি জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাননীয় নেত্রী, আমি জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই। বাংলাদেশী মুদ্রায় আপনার ছবি দেখলে আমরা শান্তি পাব।
জবাবে শেখ হাসিনা বলেন, টাকায় শুধু জাতির পিতার ছবি থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী ঠাট্টা করে বলেন, মাইর দেব, ভাগো।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর রামনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রতিটি বিভাগের একজন করে নেতা বক্তব্য দেন।
ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সভাপতি বাকী বিল্লাহ দেশের মুদ্রায় শেখ হাসিনার ছবি রাখার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশী মুদ্রায় মূলত ব্যাবহৃত হয়ে আসছে বঙ্গবন্ধুর ছবি তবে এবার দাবি উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মুদ্রায় দেখার। তবে সেই প্রস্তাবে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।