ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নব্বইয়ের দশকে তার অভিনয় দিয়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য পর্যায়ে। নজরকাড়া গ্লামার্স এবং অনবদ্ধ অভিনয় দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। পর্দার বাইরে লাজুক ও স্বল্পভাষী এই অভিনেত্রী খালি গলায় তেমন গান গাইতেন না। তবে এবার ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে তিনি গান শোনালেন। গানের সঙ্গে জুড়ে দিলেন উড়ু চুমু।
তবে ভক্তদের মনে প্রশ্ন থাকতে পারে, কার জন্য শাবনূরের এই গান।
শাবনূরের প্রকাশিত ভিডিওতে অভিনেত্রীকে গাড়িতে হাসতে দেখা যায়। কিছুক্ষণ চিন্তা করে গাইতে শুরু করলেন। তার কন্ঠে শোভা পায়, “কেন তুমি পৃথিবীতে এলে অল্প জীবন নিয়ে, তোমার ভালবাসা চিরদিনের জন্য ভালবাসা শেষ হবে না।”
এরপর দুই লাইন গেয়ে ফ্লাইং কিস দেওয়ার পর শাবনূর বলেন, ‘লাভ ইউ’। সবাইকে ভালোবাসি. আমার ভক্তদের জন্য ভালবাসা। আমার সমস্ত দর্শকদের জন্য ভালবাসা। এবং আমার বন্ধুদের ভালবাসা.
এরপর ভক্তদের বেশ কয়েকটি ফ্লাইং কিস দিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ভক্তরা সব সময় তার খ্যাতি ও সম্মানের পেছনে ছিলেন। জন্মদিনে প্রতিবারের মতো তিনি তার ভক্তদের ভুলে যান না।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়াতে। তিনি বর্তমানে সিনেমা অঙ্গন থেকে কিছুটা দূরে থাকছেন তবে তার ভক্ত অনুরাগীরা চাইছেন তাদের প্রিয় তারকা যেন নিয়মিত অভিনয় করে।