Thursday, March 23, 2023
বাড়িEntertainmentবুবলীর পর এবার সংবাদ পাঠিকা থেকে নায়িকা হলেন জুথি

বুবলীর পর এবার সংবাদ পাঠিকা থেকে নায়িকা হলেন জুথি

Ads

সংবাদপাঠিকা থেকে সিনেমায় এসেছে একাধিক অভিনেত্রী তারা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বিশেষ করে অভিনেত্রী শবনম বুবলি। বেশকিছু সিনেমা করেছেন তিনি অভিনেতা শাকিব খানের সাথে। এছাড়াও দেশের শোবিজ অঙ্গনে এমন অনেক শিল্পী রয়েছেন যারা আগে বিভিন্ন পেশায় ছিলেন। তবে খুব কমই সাংবাদিক এসেছেন। এর আগে যারা এসেছেন তাদের মধ্যে রয়েছেন শবনম বুবলী ও রেহনুমা মোস্তফা। এবার সেই তালিকায় ঢুকলেন আরেক সংবাদ পাঠক তানজিয়া যুথি।

দীর্ঘদিন ধরে একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত ছিলেন যূথী। সংবাদ উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও তাকে নিয়মিত দেখা গেছে। তিনি ইতিমধ্যে পঞ্চাশটিরও বেশি টিভিসি এবং ওভিসিতে কাজ করেছেন। এবার টেলিভিশন নাটকে নাম লেখালেন। ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘হয় হ্যায় কাণ্ড, রাই রাই বিপার’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার।

যূথীর প্রথম নাটকটি পরিচালনা করেন আরিফুর জামান আরিফ। নাটকটি লিখেছেন অভিনেতা কচি খন্দকার। যেখানে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে।

নাটকে অভিনয় প্রসঙ্গে যুথী বলেন, প্রায় ১০ বছর ধরে সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত আছি। এছাড়াও টিভিসি, অভিসি এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। এবার অভিনয়ে যোগ দিলাম। আমি এই জন্য খুব খুশি.

কাজের প্রত্যাশা করে তিনি আরও বলেন, প্রথম নাটকে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আমার ভালো লাগার স্ক্রিপ্ট পেলে নিয়মিত অভিনয় করার ইচ্ছা আছে।

এরই মধ্যে ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। মীর সাব্বির ও তানজিয়া যুথি ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, দোলন দে, বড়দা মিঠু, আমজাদ সুমন, হাসনাত জোবায়ের, ফরহাদ হায়দার, রাকিব, শেখ স্বপ্ন, ইরা হাসান, সুবর্ণা প্রমুখ। এ ছাড়া অভিনয় করবেন আখ ম হাসান, শতাব্দী ওয়াদুদ, আরশ, জামিল, রমিজ রাজু প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রে অনেকেই বিভিন্ন পেশা হতে এসেছে। শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বিমান চালনার মতো পেশা ছেড়েও অভিনয়ে স্থায়ী হয়েছেন অনেকে। এছাড়াও সংবাদ পাঠিকা থেকেও এসেছেন অনেকে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments