বাংলাদেশে চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস তাকে বলা হয় ঢালিউড কুইন। অভিনেতা শাকিব খানের সাথে জুটি বেঁধে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। তবে তার ব্যাক্তিগত জীবন নিয়ে রয়েছেন নানা আলোচনা সমালোচনা।
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস হাজির একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন তার আসন্ন সিনেমা ‘লাল শাড়ি’র নায়ক সাইমন সাদিক।
ওই অনুষ্ঠানে উপস্থাপক তাদের তিন লাইনের চিঠি লিখতে বলেন। উপস্থাপক আরও বলেন, চিঠিটি যে কাউকে উদ্দেশ্য করে বলা যেতে পারে।
সেই ডাকে সাড়া দিয়ে ছেলে আব্রাহাম খান জয়কে চিঠি দেন অপু। অনুষ্ঠানে এটি পড়েন সাইমন।
চিঠিতে অপু লিখেছেন- ‘জয়, তুমি বড় হবে। মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে খুব ভালোবাসবে।’
চিঠি পড়ে সাইমন অপু বিশ্বাসকে বলেন, ‘ভাই মানে হিরো, তাই না?’, অপু মুচকি হেসে শায় দেন
অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান জয়। পাঁচ বছর আগে এই দুই তারকা দম্পতির বিচ্ছেদ হয়।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে জানা যায় শাকিব খান ও অভিনেত্রী বুবলীর বিয়ে ও সন্তানের খবর। তাদের ছেলে শেহজাদ খান বীর মো. জয় এবং বীর দুই ভাই একে অপরের সাথে সম্পর্কযুক্ত যদিও তাদের মা আলাদা হয়ে গেছে।
উল্লেখ্য, অপু বিশ্বাস এর সাথে বিয়ের পর সি সংসারে পুত্র জয় এর আগমন হয় এবং এর পড়ি ভেঙে যায় শাকিব অপুর সম্পর্ক এরপর আবার গোপনে চিত্রনায়িকা বুবলীকে তিনি বিয়ে করেন এবং সেই ঘরে জন্ম নেয় একটি সন্তান।