ফুটবল ফিভারে ভুগছে গোটা বিশ্ব। নিজেদের পছন্দের দলকে সাপোর্ট করছেন মানুষ। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই উন্মাদনা কম নয়। সম্প্রতি মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে কাতারে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশি আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনার ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারও ব্রাজিলিয়ানদের আনন্দের কথা বিশ্বকে জানাতে ভোলেননি সংস্থাটি।
সোমবার (২৮ নভেম্বর) রাতে কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের ফলে চলমান টুর্নামেন্টে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় প্রবেশ করল তিতের শিষ্যরা। দলের জয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো। আর সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রাতে তারা তাদের পেজে বাংলাদেশি ব্রাজিলিয়ান ভক্তদের উল্লাস প্রকাশ করেছে।
ব্রাজিলের জয়ে উল্লাস করে ফিফা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের ব্রাজিল ভক্তদের একটি ছবি পোস্ট করেছে। যেখানে বাংলাদেশি ব্রাজিলিয়ান ভক্তদের উল্লাস করে দুটি ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘এই ছবিগুলো ব্রাজিলের নয়; ঢাকা, বাংলাদেশ. ব্রাজিল জাতীয় দলের জন্য কী দারুণ আয়োজন তাদের।
ছবি দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিনের মাঠের দৃশ্য।
উল্লেখ্য, এর আগের খেলায় ব্রাজিল মুখোমুখি হয়েছিল সার্বিয়ার, সেখানে দেখাগিয়েছিল সার্বিয়াকে ২-০ গোলে ব্রাজিল পরাজিত করেছে এবং গতকালকের খেলাতেও তারা সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে।