আবারো রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরী করেছে একটি বিষয়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনজনের একজন সরাসরি নির্বাচনে অংশ নেওয়ায় এবং বাকি দুইজনকে আবদুস সাত্তারের পক্ষে কাজ করায় দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান রঞ্জন ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য এম কামাল হক তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার ও বহিষ্কার করা হয়েছে। দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) গণমাধ্যমকে বলেন, তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনাটি সঠিক।