এবার লিবিয়ার প্রধানমন্ত্রীর সাথে মার্কিন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বার্নস গোপন বৈঠক করেছেন। এনিয়ে আন্তজার্তিক মহলে উঠেছে নানা আলোচনা। জানা গেছে গত বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আনাদোলু থেকে খবর।
লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বর্তমানে ত্রিপোলি সফর করছেন।
সফরকালে তিনি লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সাজলা মঙ্গুশ, গোয়েন্দা প্রধান হুসেইন আল আবেদ, মন্ত্রিপরিষদ প্রতিমন্ত্রী আদেল গোমার প্রমুখ।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।