সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেক সময় নানা নেতিবাচক কর্মকান্ড হয়ে থাকে এবং এই সকল ঘটনায় বিভিন্ন দ্বন্দ্ব বেঁধে অনেকেই নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে বসে। এবার এমনি একটি ঘটনা ঘটেছে পাবনার চাটমোহরে। সেখানে সাবেক স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় ইমন হোসেন (২৫) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে। এর আগে ওই যুবকের সাবেক স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রায় এক মাস আগে স্ত্রীকে তালাক দেন ইমন হোসেন। এরপর ইমন তার মোবাইলে সাবেক স্ত্রীর দৃষ্টিকটু ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
বিষয়টি টের পেয়ে বাদী হয়ে তার সাবেক স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতে অভিযান চালিয়ে ইমনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ইমন হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তারের পর রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।