Friday, March 24, 2023
বাড়িEntertainmentএবার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকার বেডরুমের খোলামেলা ছবি তুমুল ভাইরাল (ছবি সহ)

এবার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকার বেডরুমের খোলামেলা ছবি তুমুল ভাইরাল (ছবি সহ)

Ads

একসময়ের কলকাতার বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আলোচিত ছিলেন রিতুপর্ণা। তবে বর্তমানে তাকে সিনেমায় তেমন নিয়মিত দেখা যায় না মাঝে মধ্যে দু একটি সিনেমা করছেন তও বেঁছে বেঁছে তবে ব্যাক্তিগত জীবন নিয়ে এই অভিনেত্রী থাকেন বিভিন্ন সময় আলোচনায়।

সময়ের অনুপাতে বদলেছে বাংলা চলচ্চিত্রের ধরন, চিত্রনাট্য; অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও বয়স বেড়েছে। কিন্তু তাই কি! ঋতুপর্ণা এখনও বর্তমান প্রজন্মের ‘হার্টথ্রব’। ঋতুপর্ণা তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা কমে গেলেও ভক্তদের কাছাকাছি রয়েছেন। একটাই মাধ্যম- সোশ্যাল মিডিয়া।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রূপে ও অবতারে দেখা যায়। কখনও ওয়েস্টার্ন বোল্ড লুকে ভক্তদের সামনে আসেন এই অভিনেত্রী, আবার কখনও ঐতিহ্যবাহী বাঙালি ললনায়।

সম্প্রতি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় একটি ঐতিহ্যবাহী লুকে ধরা পড়েছেন। আর তাতেই হার মানায় তার ভক্তদের। এখনও ভক্তদের কাছে সমান জনপ্রিয় এই অভিনেত্রী। আর রোববার সকালে তাকে দেখে ঘাম ঝরিয়েছেন ভক্তরা।

 

এ দিন, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছেন। আর এই ছবিতে তাকে বেডরুমের বিছানায় ছোট পোজে দেখা যাচ্ছে। দুধের সাদা বিছানায় মুখ থুবড়ে শুয়ে আছেন অভিনেত্রী।

তার বুকের কাছে একটা দুধের সাদা নরম বালিশ। অন্যদিকে তার পরনে মিল্কি সাদা রঙের হাউসকোট। হাত ছড়িয়ে এবং পা সামান্য উঁচু করে ক্যামেরায় বন্দি হন অভিনেত্রী। পোশাকের ফাঁকে ওর বুকের উপরের অংশটা উন্মুক্ত হয়ে আছে। খোলা চুলে আকর্ষণীয় লুকে ধরা পড়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী পোস্টটির ক্যাপশন দিয়েছেন, ‘হ্যাপি সানডে’, এর পরে একটি প্রেমের ইমোজি রয়েছে। আর এই লুক তার ভক্তদের পছন্দ। অনেকে কমেন্ট বক্সে ঘাম ঝরিয়েছেন, কেউ কেউ আগুন ও প্রেমের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন প্রিয় অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘তুমি টলিউডের হটেস্ট অভিনেত্রী’; আরেকজন লিখেছেন, ‘তোমাকে দেখে গরম লাগছে’।

উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত একসময়ের দুর্দান্ত অভিনেত্রী ছিলেন এখনো তিনি সিনেমায় আছেন। বিশেষ করে নব্বইয়ের দশকে তার ভক্ত অনুরাগীরা তার সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশ করতো এবং তার অভিনয়ের কারণেই তিনি পৌঁছে যান সফলতার শিখরে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments