বিরোধী মত প্রচার এর কারনে এবার প্রকাশ্যে সকলের সামনে পিতার বয়সী মুক্তিযোদ্ধা ম. ইনামুল হকের গা*য়ে হা*ত দিয়েছেন আওয়ামীলীগের এক নেতা যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম হয়ে উঠেছে। সেই প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শহিদুল ইসলাম লিমন । নিচে সেটি তুলে ধরা হলো-
আওয়ামীলীগের ঔদ্ধত্য অতীতের সকল সীমা ছাড়িয়ে গেছে। সুষ্ঠু ভোটের দাবিতে পিতার বয়সী মুক্তিযোদ্ধা ম. ইনামুল হক (পানি বিশেষজ্ঞ প্রকৌশলী) লিফলেট বিতরণ করছিলেন। হঠাৎ ছেলের বয়সী আওয়ামীলীগের এক পাতি নেতা এসে চ’ড় বসিয়ে দেয়। গত শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। এই দৃ*শ্য দে*খার পর কোন বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারেনা। ধিক্কার জানাই আওয়ামী । তোরা এই সভ্য দুনিয়ায় জং’লী। মনে রাখিস- আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা। তোদের এবারকার পতনটা হবে অতীতের চেয়েও ভয়াবহ।