এবার ভিসা নিয়ে সৌদি নাগরিকদের বড় সুখবর শোনাল বাংলাদেশের সৌদি দূতাবাস। এখন থেকে সৌদি আরবের নাগরিকরা ভিসা ছাড়াই বাংলাদেশে যেতে পারবেন। বাংলাদেশে সৌদি দূতাবাস জানিয়েছে, ঢাকা বিমানবন্দরে পৌঁছালেই তাদের প্রবেশ ভিসা দেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি দূতাবাসের টুইটের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে যে বাংলাদেশ কর্তৃপক্ষ সৌদি নাগরিকদের ঢাকার বিমানবন্দরে পৌঁছার পর প্রবেশ ভিসা দিতে সম্মত হয়েছে। সৌদি মিশন নাগরিকদের প্রয়োজনে ফোন বা ই-মেইলে যোগাযোগ করতে বলেছে।
উল্লেখ্য, বর্তমানে বৈধ বাংলাদেশী পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪১টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে ১৯টি দেশ বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দেয়। অন্যদিকে সৌদি আরবের নাগরিকরা বিশ্বের ৭৭টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন।