বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন আবারো বাংলাদেশের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া ন্যায্য হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক সাবেক বৈমানিক ওয়াহিদুন্নবী স্বপন। নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হল –
এইবারের সেংশন সকল অতীত রেকর্ড ছাড়িয়ে যাবে আর তাতেই আওয়ামীলীগ তথা হাসিনা জয় বাংলা হয়ে যাবে –
হাসিনা সহ অনেকের নামে মানবাধিকার লংঘনের দ্বায়ে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুতিও প্রায় শেষ।
এইবার হবে আসল খেলা।
গতকাল বলেছিলাম আমি ক্ষুদ্র মানুষ – একটা ছোট্ট ঘোষনা দিব।
“১০ তারিখের পর থেকে হাসিনার বাংলাদেশের আকাশে উড়াল দেয়া নিষিদ্ধ ঘোষনা করা হলো।
যে সব পাইলট কিম্বা ক্রু সিভিল /মিলিটারী যারাই ওর বিমান ভ্রমনের দায়িত্ব নিবে তাদের কে রাষ্ট্রদ্রোহী মামলা নিতে হবে।
আগে যা করেছেন ক্ষমা করা হলো।
এর পর থেকে আপনাদের নাম ঠিকানা তালিকা করে প্রকাশ করা হবে।
সিভিল এভিয়েশন কতৃপক্ষকেও অনুরোধ করবো – এয়ারপোর্ট ইমিগ্রেশন এ কড়া নিরাপত্তা প্রদান করতে যাতে দেশের দুর্নিতীবাজ এবং মানবাধিকার লংঘনকারী কেহ পালিয়ে যেতে না পারে।”