Friday, March 24, 2023
বাড়িAbroadএবার সৌদিতে হঠাৎ গাড়িটি উল্টে না ফেরার দেশে গেল দুই প্রবাসী

এবার সৌদিতে হঠাৎ গাড়িটি উল্টে না ফেরার দেশে গেল দুই প্রবাসী

Ads

বিদেশে ইদানিং সড়ক দুর্ঘটনা বেড়েই যাচ্ছে এবং না ফেরার দেশে চলে যাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশী। তারই ধারাবাহিকতায় এবার সৌদি আরবের মদিনা থেকে মক্কায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী না ফেরার দেশে চলে গিয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা আনোয়ারুল ইসলামের ছেলে মোহাম্মদ ফোরকান সওদাগর (৫০) এবং বাঁশখালী উপজেলার কাটুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফোরকান সওদাগর (৫০)। মোস্তফা আলী (৪৮)।

এ দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ সারওয়ার নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তিনি মদিনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কক্সবাজার জেলার বাসিন্দা। সৌদির সাতকানিয়ার বাসিন্দা মনছুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তারা গত শনিবার নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করেন। গত রোববার রাতে মহানবী (সা.) হজ পালন শেষে মক্কার উদ্দেশে রওয়ানা হন। মদিনা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় না ফেরার দেশে যান মোহাম্মদ ফোরকান সওদাগর ও মোঃ মোস্তফা আলী। তারা জেদ্দা সাদী মার্কেটে ব্যবসা করতেন।

না ফেরার দেশে যাওয়া দুইজনের মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে মোহাম্মদ ফোরকান ও মোস্তফা আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে কানাডায় এক ভয়বহ দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানি হয়েছে এবং মাঝে মধ্যেই এমন দুর্ঘটনার কথা সোনা যাচ্ছে বিদেশের মাটিতে। এবার সৌদিতেও এমন একটি ঘটনা ঘটল এবং না ফেরার দেশে চলে গেল দুই জন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments