পরকীয়া বর্তমানে সমাজের ব্যাধিতে পরিনিত হয়েছে প্রতিনিয়ত এই পরকীয়ার কারনে ভাঙছে অনেকের সংসার এবার এমনি একটি ঘটনা ঘটেছে ভারতে। সেখানে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গত ৭ দিন ধরে নিখোঁজ দিদি! তার ঠিক একদিন পর তার আরেক বোনও নিখোঁজ হয়। দুজনেই বিবাহিত। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে। দিদি সুনিতা মালাকারের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। তার দুটো বাচ্চা আছে.
জানা গেছে, সুনিতা ২৭ ফেব্রুয়ারি বনগাঁ থেকে নিখোঁজ হয়। ১ মার্চ থেকে নিখোঁজ বোন চায়না মালাকার। চায়নার শ্বশুরবাড়ি করিমপুরে। তার একটি সন্তানও রয়েছে। দুই পরিবার সূত্রে জানা গেছে, দুজনেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারা হয়তো প্রেমিকের সঙ্গে কোথাও গেছে! দুই পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালে ওই থানার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা পিটার বিশ্বাস করিমপুর থেকে চায়নাকে বিয়ে করেন। পিটারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাড়ি ছেড়েছেন তাঁর স্ত্রী। তার কথায়, “ভালোবাসায় সব উজাড় করে দিয়েছি। ক্যারিয়ারের মধ্য দিয়ে তাকে নিয়ে সংসার পেতাম। এভাবে চলে যাব কখনো ভাবিনি!” স্থানীয় সূত্রের দাবি, বিয়ের পর দুবার বাড়ি ছেড়েছেন সুনীতা! এছাড়াও দাবি করেছেন যে বিবাহবহির্ভূত সম্পর্কের সাথে তার সম্পৃক্ততা সেই সময়েই প্রকাশিত হয়েছিল।
পরিবারের দায়ের করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী সূত্রে জানা গেছে, দুই বোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। কার সঙ্গে ফোনে কথা বলত, কার সঙ্গে শেষ যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রতিনিয়ত বিবাহবহির্ভুত সম্পর্ক বা পরকীয়ার প্রভাব আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। এবং এই পরকীয়ার কারনে দেখা যায় অনেকের সংসার ভাঙছে এবং অনেক সন্তান পিতামাতার হারা হচ্ছে।