সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে একটি অনুষ্ঠানের ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে একজন গবেষক অংশ গ্রহণ করেছিলেন এবং তার সাথে ওই চ্যানেলের নারী সাংবাদিক এর যে কথোপকথন তা নিয়েই মূলত এতো আলোচনা। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছে লেখক রাশেদ খান। নিচে সেটি তুলে ধরা হল –
এক কু/ত্তার টিভি দেখা বন্ধ করসি বহুকাল হইসে।ইভেন এখনো বাজারে গেলে মেঘনা গ্রুপের পণ্য কিনি না।
গত কয়েকদিন যাবত দেখতেসি,সবাই ঐ চ্যানেলের একটা প্রোগ্রাম নিয়ে হইচই করতেসে। বাধ্য হয়ে আজকে মূল ঘটনা জানতে প্রোগ্রামটি দেখলাম।
আমি বুঝলাম না এখানে নতুন কি করেছে মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টিরা!
এটাই তো এক কু/ত্তার টিভির পুরাতন বৈশিষ্ট্য। এই চ্যানেলের জন্মের পর থেকে এরা টকশোতে বিরোধী মতের একজনকে অতিথি করতো তারপর উপস্থাপিকা সহ বাকি দুইজন আওয়ামী লীগের সমর্থকদের দিয়ে সেই বিরোধী মতের অতিথিকে ঘিরে ধরতো।
যারা বেগুন কান্ডের জন্য এক কু/ত্তার টিভিকে নিয়ে হায় হায় করছেন, সমস্যা তো তাদের। আপনারা এতদিন দেখার পরেও এই চ্যানেলের কাছে সাংবাদিকতার এথিকস খুঁজতে যান!
যে চ্যানেলের মালিক মোজাম্মেল বাবুর মত গৃহপালিত কু/কুর। সেই চ্যানেলের কাছে আপনারা “সাংবাদিক আচরণ” খুঁজতেছেন!
হাইস্যকর।