রাজধানীতে এবার একটি ভবন ধসের ঘটনা ঘটেছে এবং জানা গেছে বিস্ফোরণের মাধ্যমেই এই ঘটনা ঘটেছে আজ রোববার সকালে রাজধানীর প্রিয়াঙ্গন শপিংমলের পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায় এবং আংশিক ধসে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, তিনতলা ভবনের এক তলায় বীমা অফিসটি অবস্থিত। ইন্স্যুরেন্স অফিসেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫২ মিনিটে সেখানে চারটি ইউনিট পাঠানো হয়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মো: শহিদুল্লাহ।
উল্লেখ্য, এর আগেও রাজনীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এবারে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফলে ভবন ধসে পড়েছে এবং বেশকয়েকজন হাসপাতালে রয়েছে।