Thursday, March 23, 2023
বাড়িopinionউন্মাদ সচিবের কান্ডকীর্তি,ঢাকার ব্যস্ত সড়কে সরকারি খরচে এক মহিলা সচিবের ছবি দিয়ে...

উন্মাদ সচিবের কান্ডকীর্তি,ঢাকার ব্যস্ত সড়কে সরকারি খরচে এক মহিলা সচিবের ছবি দিয়ে বিলবোর্ড লাগানো হয়েছে: শামসুল

Ads

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটি হচ্ছে ঢাকার ব্যস্ত সড়কে সরকারি খরচে এক মহিলা সচিবের ছবি দিয়ে বিলবোর্ড লাগানো হয়েছে যা নিয়ে রীতিমত কথা উঠতে শুরু হয়েছে এই প্রসঙ্গ এটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –

উন্মাদ সরকারের সচিবের কান্ডকীর্তি
🥸
ঢাকার ব্যস্ত সড়কে সরকারি খরচে এক মহিলা সচিবের ছবি দিয়ে বিলবোর্ড লাগানো হয়েছে!!!

এর নাম নাহিদ রশীদ,
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
বিসিএস ১০ ব্যাচের সদস্য। ৪ মাস আগে সচিব হয়েছেন!

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বিজয় সরণি মোড়ের বিমান ভাস্কর্যের উত্তরে বেশ কিছু খেজুরগাছ। এগুলোর গা ঘেঁষে কাঠের ফ্রেমে তৈরি বড় একটি ক্যানভাস। তাতে এক নারীর ছবি। মনে হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এটি। কিন্তু না, এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদের।
জনগণের অর্থে এভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা একজন কর্মচারীর নিজের প্রচার চালানো নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–সংলগ্ন মাঠে দুদিনব্যাপী শুরু হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩। এটি উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। জানা গেছে, প্রদর্শনীর অংশ হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি মন্ত্রণালয়ের সচিব নিজের এমন প্রচার চালাচ্ছেন।

কেবল বিজয় সরণি মোড় নয়, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকের কাছেও পৃথক দুটি ক্যানভাসের এক পাশে প্রধানমন্ত্রীর, অন্য পাশে সচিব নাহিদ রশীদের ছবি শোভা পাচ্ছে। সেই সঙ্গে প্রদর্শনীর মূল ফটকের ডান পাশেও রয়েছে সচিবের ছবি।

প্রদর্শনীর দুদিনের এ আয়োজনে এত বড় করে রাস্তার ধারে আপনার ছবি ছাপানোর দরকার ছিল কি না—জানতে চাইলে নাহিদ রশীদ প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া বাকিদের (সরকারি কর্মচারী) কিছু আসবে, এটা জানতাম। বেশি হতে পারে অথবা কম হতে পারে, কিছু তো আসবেই।’

এ নিয়ে জানতে চাইলে বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেন,‘এটা দুর্ভাগ্যজনক। এগুলো হওয়া উচিত নয়। সরকারি অর্থে সেটা কোনোভাবেই কাম্য নয়। কর্মকর্তারা দায়িত্বশীল ব্যক্তি। তাঁদের একটু ভালো বিবেচনা শক্তি ব্যবহার করা উচিত।’এই সচিবের পাবলিক ফিগার হওয়ার খায়েশ জাগছে। ওকে তাড়াতাড়ি অবসরে পাঠিয়ে রাজনীতিতে নামার সুযোগ দেয়া হোক।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments