Thursday, March 23, 2023
বাড়িNationalমন্ত্রিপরিষদ থেকে এল বড় সুখবর, নতুন ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা

মন্ত্রিপরিষদ থেকে এল বড় সুখবর, নতুন ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা

Ads

এবার বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য এল বড় সুখবর। সাধারণত অনেকে বিদেশে নাগরিক হওয়ার ইচ্ছা পোষন করলেও তা সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারনে তবে এখন থেকে নতুন ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। বাংলাদেশের একজন নাগরিক বিদেশে যে কোনো দেশের নাগরিকত্ব নিতে চাইলে বাংলাদেশের নাগরিকত্ব বহাল রেখে সে দেশের নাগরিক হতে পারেন।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে ৫৭টি দেশ ছিল, ৪৪টি নতুন দেশ যুক্ত হয়েছে। এখন বাংলাদেশীরা ১০১টি দেশের দ্বৈত নাগরিক হতে পারবে। এর মধ্যে আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ, দক্ষিণ আমেরিকার ১২টি দেশ। ক্যারিবিয়ান অঞ্চলের ১২ টি দেশ এবং ওশেনিয়ার একটি দেশ।

আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ হলো মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে এবং গায়ানা। এ ছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ হলো কিউবা, ডোমিনিকান রিপাবলিক, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ওশেনিয়া মহাদেশের দেশ ফিজি।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন মেডিকেল কলেজ হলে বিশ্ববিদ্যালয়ের অধীনে আসবে। পুরনো মেডিকেল কলেজ আগের মতোই চলবে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে অনেকেই সে সৰ দেশের নাগরিকত্ব পেতে চেষ্টা করেন তবে অনেকে ক্ষেত্রে সেটি মেলে না এবং মিললেও তা অনেক ভোগান্তির পর তবে এখন থেকে ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments