সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে নির্বাচনের মাঠে পুলিশ সদস্যের ক্রিকেট খেলার একটি ছবি সারা ফেলেছে ব্যাপকভাবে। দেখা গেছে গত বুধবার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রের মাঠে একজন পুলিশ সদস্যের ক্রিকেট খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কারণ সেদিন ভোটার উপস্থিতি কম ছিল। এরপর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য আরিফ মাহমুদ আপেল ঠাকুরগাঁও সদর থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরদের শায়েস্তা করার পরিবর্তে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়। এতে করে কিশোরদের মনে পুলিশের প্রতি শ্রদ্ধা বাড়বে। পুলিশ খুব ভালো কাজ করেছে।
ক্রিকেট খেলা প্রসঙ্গে আরিফ মাহমুদ আপেল গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেলে ভোটকেন্দ্রের মাঠে একদল কিশোর ক্রিকেট খেলছিল। এই সময়ে আমি তাদের সাথে শাসন না করে কিছুটা খেলেছি, তাদের কেন্দ্রের মাঠ থেকে সরিয়ে দিতে। এ কারণে তারা সহজেই মাঠ ছাড়ে।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার বিকেলে ওই কিশোরদের ধমক না দিয়ে ভালো আচরণ করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ কারণে ভোটকেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্য তার দায়িত্বে অবহেলা করেননি।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কোন না কোন ঘটনা ঘটছে যা নিয়ে মানুষের অভিযোগের কোন কমতি নেই। ভোটার মাঠে ক্রিকেট খেলার তেমনই একটি ঘটনা ঘটেছে যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে