Thursday, March 23, 2023
বাড়িEntertainmentক্যামেরার সামনেই ব্লাউজ ঠিক করতে ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী, ভিডিও ভাইরাল (ভিডিও)

ক্যামেরার সামনেই ব্লাউজ ঠিক করতে ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী, ভিডিও ভাইরাল (ভিডিও)

Ads

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কারনে আলোচনায় উঠে আসেন তারকা অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।বর্তমানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোশাক ঠিক করা এখন ফ্যাশনেবল। সেলিব্রিটিরা জানেন যে ক্যামেরার সামনে তারা যা কিছু করবেন তা সমালোচনার বিষয় হবে। তাই ক্যামেরা ব্যবহার করে সেলিব্রিটিরা আজ সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয়। বড় পর্দায় তাদের চলাফেরা বিশেষ না হলেও সোশ্যাল মিডিয়ায় তারা নিয়মিত।

ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়ার শক্তিতে এই অভিনেত্রী আজকাল পাড়ার মেয়ে হয়ে উঠেছেন। প্রতিনিয়ত একেকজনের কীর্তি উঠে আসে। সম্প্রতি রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেঠির একটি ভিডিও ভাইরাল হয়েছে। বয়স ৪৭ তো কি হয়েছে? লাল টুকটুক পোশাকে হাজির হন তিনি।

পরনে লাল রঙের ব্রা কাটিং ব্লাউজ। যে ব্লাউজটি তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই হাতে ঠিক করছেন। ঠিক এমনই একটি অপ্রীতিকর মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, যেকোনো অদ্ভুত ছবি বা ভিডিও মানুষ পছন্দ করে।

শিল্পা নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছেলে, বোন, মেয়েকে নিয়ে বিভিন্ন ভিডিও বানান। ছবি আপলোড করুন। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই ছবিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই মত, তিনি এমনকি জনস্বার্থে নিজের ব্যায়ামের ভিডিও পোস্ট করেছেন। পুরুষটি যখন ক্যামেরার সামনে তার ব্রা বা ব্লাউজ সামঞ্জস্য করে, তখন দর্শকরা তাদের নজর কাড়বে। চলুন দেখে নেওয়া যাক ইন্ডাস্ট্রির সেই ভাইরাল ভিডিওটি।

উল্লেখ্য, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী এখন আর নিয়মিত সিনেমা করেন না। তবে শিল্পাকে বড় পর্দায় দেখা না গেলেও বিভিন্ন রিয়েলিটি শোতে দেখা যায় তাকে। তিনি প্রায়ই বিচারকের আসনে। তবে সম্প্রতি শিল্পা ‘নিকামমা’ নামের একটি হিন্দি ছবিতে অবনী নামের একটি চরিত্রে অভিনয় করেছেন; এটি পরিচালনা করেছেন সাব্বির খান। রোহিত শেঠির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিংও করছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments