অভিনেত্রী তমা মির্জা বর্তমানে দেশের চলচ্চিত্রঙ্গনে বেশ জনপ্রিয়। তমা মূলত ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে সিনেমার পর্দায় দেখা যায়। তিনি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেছেন। তবে এর পাশাপাশি তিনি বেশ কিছু ছবিতে সহ-অভিনেত্রী হিসেবেও অভিনয় করেছেন। বর্তমানে এই অভিনেত্রী কাজ করছেন ওটিটি প্লাটফর্মে এবং ইতিমধ্যেই তিনি রায়হান রাফির ফ্রাইডে নামক একটি ওয়েব ফিল্মে অভিনয় করে সাড়া জাগিয়েছেন।
কিন্তু অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অভিনেত্রীর খেতাব নেন। তারপর ২০১৫ সালে, শাহনেওয়াজ কঙ্কালী পরিচালিত ‘নদীজান’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ ওটিটি প্লাটফর্ম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সেদিক দিয়ে তমা মির্জাও নিজেকে প্রমাণ করেছেন। আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।
চলচ্চিত্র ছাড়াও, তিনি ওটিটি-তে কাজের জন্য প্রশংসাও পেয়েছেন। রায়হান রাফি প্রকাশ করেছেন যে তিনি ‘কাচকার ভিত অচিন পাখি’-এর সাথে ওটিটি-তে লড়াই করতে প্রস্তুত। আবারও নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন এই প্ল্যাটফর্মে।
রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’ মুক্তি পাচ্ছে বুধবার (১ মার্চ)। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। আর এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইন্টারনেটে আড়াই মিনিটের একটি ট্রেলার প্রকাশ করা হয়। আর তাতেই নেট দুনিয়ায় ভাইরাল তমা মির্জা। এই ওয়েব ছবিতে অভিনয়ের প্রশংসা করছেন সবাই।
উল্লেখ্য, বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা ,ক্যারিয়ারে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি এবং তার অভিনয় শৈলী দেখ দর্শক মুগ্ধ। তবে এই অভিনেত্রী সিনেমার পাশাপাশি তার ব্যাক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন।