কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভাশ্রী গাঙ্গুলি। দুর্দান্ত অভিনয় এবং নজরকাড়া গ্লামার্স দিয়ে তিনি বাংলা সিনেমার দর্শকদের ,মন জয় করে নিয়েছেন ব্যাক্তিগত জীবনে এই অভিনেত্রী বিয়ে করেছেন কলকাতার নামকরা পরিচালক রাজ চক্রবর্তীকে। তাদের সংসারে এসেছে একটি পুত্র সন্তান।
কলকাতার তারকা দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ছিল রাজের ৪৮তম জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীর পক্ষ থেকে সারপ্রাইজ উপহারসহ নানা আয়োজন ছিল। তবে রাজ-শুভশ্রীর ঠোঁটে ঠোঁট রাখার স্থির ছবি ইন্টারনেটে সবার নজর কেড়েছে। সোমবার রাতে বাইরে খেতে বেরিয়েছিলেন তারকা দম্পতি। সেখানে তাদের বন্ধুরাও ছিল।
সেখানে কেক কেটে রাজের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাকে লাল শর্ট ড্রেস এবং রাজকে কালো শার্ট ও প্যান্টে দেখা যাচ্ছে। ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সেখানে প্রথম ছবিতে তাদের গভীরভাবে চুমু খেতে দেখা যায়। এরপর বাকি ছবিতে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।
বিয়ের সাড়ে চার বছর পেরিয়ে গেলেও তাদের ছবি দেখলেই বোঝা যায় তাদের মধ্যে প্রেম। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, রাজ।’ অনেকেই সেখানে পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য মন্তব্য করেছেন, ‘পারফেক্ট।’ ঋষি সেনগুপ্ত লিখেছেন, ‘গোল।’ ঋতুপর্ণা সেনগুপ্তও এই পোস্টে তার ভালোবাসা শেয়ার করেছেন
উল্লেখ্য, টালিউডের অন্যতম আলোচিত দম্পতি রাজ-শুভশ্রী। ভালবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি এবং তাদের একমাত্র ছেলে জুবানকে নিয়ে এখন তাদের সুখের সংসার আর কিছুদিন পর ওয়েবের মাধ্যমে নতুন কাজ নিয়ে হাজির হতে চলেছেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতার হোটেল’-এ নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ৭৫ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করবেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত ‘আবার প্রলয়’ নিয়ে।