এবার আফগানিস্তানে বেশ থমথমে পরিস্থিতি তৈরী হয়েছে।এই ঘটনার মধ্যে না ফেরার দেশে চলে গিয়েছে অনেকে ঘটনাসূত্রে জানা গেছে বুধবার বিকেলে আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বো&মা বি&স্ফো*র&ণে অন্তত ২০ জন না ফেরার দেশে এবং বেশ কয়েকজন আ&হ&ত হয়েছে। চলতি বছরে আফগানিস্তানের রাজধানীতে এটি দ্বিতীয় বড় হা&মলা। তবে কাবুল পুলিশ জানিয়েছে, না ফেরার দেশে সংখ্যা অন্তত পাঁচজন। আল জাজিরা, রয়টার্স, এএফপি
আফগান সরকারি মিডিয়ার প্রকাশিত একটি ছবিতে হা&ম&লার পর ঘটনাস্থলে মন্ত্রণালয়ের বাইরে অন্তত নয়জন না ফেরার দেশে ।
ঘটনার পর, তা&লেবান পরিচালিত তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বলেন, আ&ত্ম*ঘা&Uতী হা&ম/লা&কা*রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। বি&স্ফো;&র’ণে অন্তত ২০ জন না ফেরার দেশে ও বেশ কয়েকজন আহ&ত হয়েছেন।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বি’&স্ফো’র&ণ’টি ঘটে। ঘটনাস্থলে নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে।
কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের লেকচারার ওবায়দুল্লাহ বাহির বলেছেন যে হা’&ম/লার পর হ:তা*হ&তের পরিসংখ্যানের পার্থক্য খুবই দুঃখজনক। তিনি বলেন, “আমরা তা&লে&বানদের আগেও এটা করতে দেখেছি।” হ&তা&হতের প্রকৃত সংখ্যা অস্বীকার করা শহরের নিরাপত্তার জন্য কাজ করে না। বি&স্ফো&রণটি অত্যন্ত উচ্চ নিরাপত্তার এলাকায় ঘটেছে। কারণ একাধিক চেকপোস্ট রয়েছে। ওই রাস্তায় প্রবেশের জন্য প্রত্যেকেরই কিছু কাগজপত্র থাকতে হবে।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী মুহাজের ফারাহি বলেন, ওই সময় চীনা প্রতিনিধিদলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা ছিল। তবে বি&স্ফো&রণের সময় তারা সেখানে উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না।
তবে আল জাজিরা বলছে, বি7স্ফো&রণ ঘটে যখন একটি চীনা প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তা&লে&বানদের সঙ্গে বৈঠক করছিল।
উল্লেখ্য, আফগানিস্তানে প্রায় সময় দেখা যায় নানা হা&ম&লার ঘটনা ঘটে এবং এই সমকল ঘটনায় নিরহ অনেক মানুষের প্রাণ বিপন্ন হয়ে থাকে এবারেও এমটি দেখা গেল আফগানিস্তানের রাজধানী কাবুলে।