Friday, March 24, 2023
বাড়িEntertainmentআপনার এক রাতের রেট কত, জবাবে যা বললেন বাংলা নাটকের জনপ্রিয়

আপনার এক রাতের রেট কত, জবাবে যা বললেন বাংলা নাটকের জনপ্রিয়

Ads

প্রতিনিয়ত দেখা যায় বিনোদন জগতের অভিনেত্রীরা নিজেদের ব্যাক্তিগত অস্বস্তির কথা প্রকাশ্যে নিয়ে আসেন তারই ধারাবাহিকতায় এবার হয়রানির শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর বাজে প্রস্তাব পান তিনি। শুধু তাই নয়, তার ‘রেট চার্ট’ও জানাতে বলা হয়। এই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় মৃন্ময় নামের এক দালালের এই অসৎ উদ্দেশ্য তুলে ধরেছেন।

অভিনেত্রী বলেন, শুধু রূপাঞ্জনা নয়, ইন্ডাস্ট্রির বেশ কয়েকজনকে এই অফার দেওয়া হয়েছে। এটা কি একটি চক্র? রূপাঞ্জনা গণমাধ্যমকে বলেন, আমার কাজে ব্যবহৃত নম্বরে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এই দালাল বৃতি যে কোথাও পৌঁছায় তা ভাবা যায় না। আমি কঠোর ব্যবস্থা নেব। আসলে এর পেছনে কোনো চক্র আছে কি না তা জানা দরকার।

রূপাঞ্জনাকে কী প্রস্তাব দেওয়া হয়? মৃন্ময় নামে এক ব্যক্তি কাজের জন্য অভিনেত্রীকে মেসেজ করেন। কাজ কী জানতে চাইলে ওই ব্যক্তি রূপাঞ্জনাকে এক ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন। অভিনেত্রীর বেতন জানতে চান। অভিনেত্রী অত্যন্ত অসম্মানিত বোধ করেন। ওই ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের পুরো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। অভিনেত্রী তার মতামত প্রকাশ করতে ভয় পান না। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির ‘সুগার ড্যাডি’ নিয়ে কথা বলেছেন তিনি।

রূপাঞ্জনা আরো বলেন, সবথেকে খারাপ ব্যাপার হলো এটা একটা প্রলোভনের শিল্প হয়ে উঠছে। ১৭ -১৮ বছর বয়সী মেয়েরা কাজে আসছে। তারা ফাঁদে পড়ে যাচ্ছে। তবে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, সবখানেই এই ঘটনা ঘটছে। এটা একটা প্রজন্মের জন্য ক্ষতি।

উল্লেখ্যঃ, অভিনেত্রী রূপাঞ্জনা বেশকিছু নাটকে অভিনয় করেছে তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। তবে এবার তিনি ব্যাক্তিগত কারন নিয়ে বেশ বিব্রত এমনটা তিনি জানিয়েছেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments