দৈনিক নগদ জমার হার ও বিধিবদ্ধ জমার হার সংরক্ষণে ঘাটতিতে পড়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা ধার নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ; যেজন্য ৮ দশমিক ৭৫ শতাংশ সুদ গুনতে হয় ব্যাংকটিকে।এই খবর শোনার পর থেকেই নানা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে এবং সুদে টাকা ধার নেওয়ার বিষয়টি ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আহমেদ শোয়েব। নিচে সেটি তুলে ধরা হল –
বাংলাদেশ ব্যাংক অর্ডারের নির্দিষ্ট ধারা অনুযায়ী এই ৮ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ৯০ দিন মেয়াদে দেওয়া হয়েছে এ অর্থ। এটি ওভারনাইট বা ওডি সুবিধা হিসেবে বিবেচিত। কোনো কারণে ব্যাংকটি দেউলিয়া হলে সম্পদ বিক্রির অর্থ থেকে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের দায় মেটানোর শর্তে এসব অর্থ পেয়েছে ইসলামী ব্যাংক।
কি বুঝলেন আমজনতা? ইসলামী ব্যাংককে যখন ব্যাবসা চালাইতে সুদে টাকা ধার করতে হয় তখন নাম পাল্টাইয়া এস আলম ব্যাংক রাখলেই হয়। ইসলামের নামে মশকরা তো পাবলিক সহ্য করলেও আল্লাহও সহ্য করবে না।