সম্প্রতি রাষ্ট্রপতির বাড়ি কিশোরগঞ্জ এর মিঠামইনে অতিথি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আপ্পায়নের জন্য অনেক পদের হাওরের মাছের রেসিপি রান্না করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-
কি হিংসে হয়?
কি রে হাভাতের দল! তোরা কেনো এদিকে তাকাস? তোরা কি রাজ রাজার পরিবার?
বাসন্তীর দেশে যখন চরম দুর্ভিক্ষ, লঙ্গরখানা, মানুষ মরছে- তখন এক রাজা সোনা হিরের মুকুট পরিয়ে বিয়ে দিয়েছিল নিজ পুত্রদের- সে খবরও ছাপা হয়েছিল!
অনেক পরে সেই দেশে মানুষ যখন খেতে পায় না, ওএমএসের লাইন, মাছ গোশ্ত তো দূরের কথা, এক বেলা ভাতও জোটাতে পারে না____তখন রাজ~রাজাদের ভোজে মিঠাপানির ২৩ জাতের মাছের দোপেয়াজা ভুনা, বিখ্যাত পনির, মুরগি, হাঁস, খাসি ও গরুর মাংস এবং নানা পদের পিঠা কি খুউব বেশি কিছু !!!!
আল্লাহ মানুষকে শেখার জন্য অবকাশ দেন, সুযোগ দেন, কিন্তু কেউ না শিখলে ইতিহাসের লেখা থাকবে, পরীক্ষার খাতায় প্রশ্ন আসবে, ২৩ পদ মাছ খেয়েছিলেন কে?