মুসলিম উম্মার অন্যতম গুরুত্বপূর্ণ রজনী হচ্ছে পবিত্র শবে বরাত। শা’বান মাসের ১৫ তম রাতে এই শবে বরাত হয়ে থাকে এবং এর পরেই আসে রমজান মাস। প্রতিবারের মতো এবারেও আসছে পবিত্র শবে বরাত। এদিকে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করেছে ইসলামী ফাউন্ডেশন। ঘোষণা অনুযায়ী, আগামী ৭ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৭ মার্চ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
আজ বাদ মাগরিবের তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. বশিরুল আলম ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
বশিরুল আলম বলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবারে.
লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয় শা’বান মাসের ১৫ তম রাতে (শা’বান দিনের ১৪ রাত)। সে হিসেবে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) হবে শবে বরাত। শবে বরাতের পরের দিন নির্বাহী আদেশে বাংলাদেশে সরকারি ছুটি। এই ছুটি ৮ মার্চ (বুধবার)।
উল্লেখ্য, আরবিতে শাবান মাসের অর্ধেক অর্থাৎ ১৫ তারিখ পালিত হয় পবিত্র শবে বরাত তার ১৫ দিন পর শুরু হয় রমজান মাস।