একসময়ের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন ড. গহর রিজভী। জারনৈতিক অঙ্গনে এক সময় তাকে নিয়ে বেশ আলোচনা হত, তবে হঠাৎ করেই তিনি আড়ালে চলে যান এবং কেন তার তার আড়ালে চলে যাওয়া তা নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকের মধ্যে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন কলামিষ্ট পিনাকী ভট্টাচার্য। পাঠকদের জন্য নিচে তার সেই স্ট্যটাস তুলে ধরা হল-
আপনারা তো খাটো আর লম্বা ব্লাউজ নিয়ে মেতে আছেন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর দেই।
আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে আর এক পুত্রবধুর ব্যাংক হিসাব তলব করা হয়েছে তিনদিন আগে।
যাদের হিসাব তলব করা হয়েছে তারা হলেন- আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির এম আউয়াল, তাবিথ এম আউয়াল ও তাজওয়ার এম আউয়াল। তাফসির এম আউয়ালের স্ত্রী মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়াল।
এই মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়াল কে জানেন? গওহর রিজভীর মেয়ে। এইটা জানতেন যে এই দুইজন বেয়াই?
আচ্ছা গওহর রিজভী কোথায়? চামে কোথায় কাট মারলো? একটু খোজ খবর নিবেন না? আমারে প্যারিস থেকে নজর রাখতে হবে? খোজ লাগান ভায়া। কই পলাইছে সে? আর হাসিনা কেন তার মেয়েরে ডলা দিতেছে?