Friday, March 24, 2023
বাড়িEntertainmentনামাজ পড়লেও তার চেহারা চোখে ভাসে, তার সঙ্গে আমার কত যে আত্মার...

নামাজ পড়লেও তার চেহারা চোখে ভাসে, তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিল: মৌসুমী

Ads

বাংলাদেশের সিনেমা জগতের প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমী। নব্বইয়ের দশকে তিনি সিনেমায় এসেছিলেন এবং তখন থেকেই মানুষের মনে নিজের কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে আছেন। ইদানীং বিদেশ ভ্রমণে বেশি সময় কাটাচ্ছেন তিনি । প্রায় দেড় মাস সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেন তিনি।

সে দেশের রেসিডেন্স ভিসা নিয়েছেন বলে জানা গেছে। এ কারণে সেখানে দীর্ঘক্ষণ থাকতে হয়েছে। ভ্রমণ শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন এ অভিনেত্রী।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তার স্বামী ওমর সানী। ওমর সানী মৌসুমীর ফিরে আসার ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগতম, আলহামদুলিল্লাহ।’

এদিকে, সম্প্রতি প্রয়াত গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় অংশ নেন এই অভিনেত্রী।

প্রয়াত কিংবদন্তির কথা স্মরণ করে মৌসুমী বলেন, ‘এমন প্রাণবন্ত মানুষ আমাদের মাঝে নেই এটা আমি কখনোই বিশ্বাস করতে চাই না। তার প্রতিটি শব্দ এখনো আমার কানে বাজে, আমি তাকে শুনি, আমি তাকে দেখি। নামাজ পড়লেও আমার চোখে তার মুখ ভেসে ওঠে। তার সাথে আমার কত আত্মার সম্পর্ক ছিল! মেয়ে ছাড়া তিনি আমাকে কখনো নায়িকা হিসেবে দেখেননি। সব সময় বলত, এটা আমার মেয়ে। এই লোকটি আমার কাছে কী, আমি বুঝিয়ে শেষ করতে পারব না। তার সবকিছুই আমার স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার প্রযোজিত ৪১টি সিনেমার মধ্যে ৮টিতেই নায়িকা ছিলেন মৌসুমী। তার অভিনীত সিনেমাগুলোতে ব্যাপক দর্শকপ্রিয়তা মিলেছিল এবং যার কারনে আজও মৌসুমীর ভক্তরা তার অভিনয় দেখা জন্য মুখিয়ে থাকে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments