Friday, March 24, 2023
বাড়িopinionকাদের আর নেতা হতে পারলো না, রাজনীতির দরকার নাই মুখডাকা বোনের ভাই...

কাদের আর নেতা হতে পারলো না, রাজনীতির দরকার নাই মুখডাকা বোনের ভাই হয়েই থাকুন:শামসুল

Ads

এবার কাদের সিদ্দিকীর একটি বক্তব্য নিয়ে উঠেছে নানা আলোচনা সমালোচনা,তিনি তার বক্তব্যে বলেন আমি এখন বিএনপিকে দেখতে পারিনা। বিএনপি শুধু সরকারে যেতে চায়। চালের দাম বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রোলের দাম বাড়ল কিন্তু একদিনও বিএনপিকে রাস্তায় আসতে দেখালাম না। তার এই বক্তব্যের প্রসঙ্গে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-

বাটপারির একটা সীমা থাকা দরকার! এই লোক কি চক্ষে দেখে না কানেও শোনে না, বিএনপি গত কয়েক মাস ধরে যে আন্দোলন করছে, তার প্রথম দাবীতেই তো চাল ডাল সহ নিত্যপ্রয়োজণীয় জিনিষের আগ্নিমূল্যের প্রতিবাদ। এই আন্দোলন করতে গিয়া কয়েক ডজন মানুষ প্রাণ দিয়েছে! উনি এসব দেখতে পান না কেনো? তাহলে কেমন রাজনীতি করেন উনি? দেশের জন্য যারা প্রাণ দেয় শহীদ হয়, তাদেরকে যদি সম্মান জানাতে না পারেন, তবে রাজনীতির দরকার নাই- তার চেয়ে মুখডাকা বোনের ভাই হয়েই থাকুন। তাহলে আর মানুষ বলবে না, কাদের আর নেতা হতে পারলো না, সিপাহী থেকে গেলো!

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments