শারীরিক অসুস্থতা নিয়ে গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বিএসএমএম হাসপাতালে ভর্তি হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই মুহুর্তে হাসপাতালটির হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালের পরিচালক পবিত্র কুমার সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেন।
এ সময়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান, কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে ভর্তি হন। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে।
তিনি বলেন, কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডাঃ এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডাঃ মুহাম্মদ আবুল হাসানাত, অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সবুজ ও ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
এদিকে ঐ বোর্ডের নেয়া সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এনজিওগ্রাম করা হয়েছে কাদের সিদ্দিকীর। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন তিনি।