বিমানে যাত্রীদের উদ্ভট কর্মকান্ডের কথা প্রায় সময় শোনা যায় এবং সেই সাথে দেখা যায় কিছু কিছু ঘটনা এমন পর্যায় চলে যায় যা অনেকটাই অবাক করার মতো। গত রবিবার, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে শিকাগো, ইলিনয় যাচ্ছিল। কিছুক্ষণ পর ওহারা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। কিন্তু হঠাৎ একজন মহিলা রেগে যান। তিনি তার সন্তানকে বিমান থেকে ফেলে দিতে চান। প্রথমে বিমানের পেছনের দিকে হেঁটে যান ওই নারী।
এ সময় এক বিমানকর্মীকে তিনি চিৎকার করে বলেন, “এটা কোথায়।” ততক্ষণে আরেক বিমানকর্মী এসে ওই নারীকে থামানোর চেষ্টা করতে গেলেও তারা ব্যার্থ হন। ওই নারীকে অনুরোধ করে বলেন, “দয়া করে নিজের আসনে গিয়ে বসুন।”
কিন্তু মহিলা তা মানতে রাজি হননি। বিমানকর্মীদের সঙ্গে তর্ক শুরু করেন। মহিলার ঝগড়া হয়েছিল বিমানকর্মীদের । এবং এক পর্যায়ে তিনি বলেন আমি তোমাকে শেষ করবো
ওই মহিলা অন্যদেরও সাথেও অভদ্র ভাষায় করেন বলে অভিযোগ। এসব কর্মকাণ্ডের মধ্যেই কোলের শিশুটি কাঁদতে থাকে।
বেশ কিছুক্ষণ এভাবেই তোলপাড় চলে। কিছুক্ষণ পর প্লেন অবতরণ করে। অবতরণের পরপরই ক্রুরা মহিলা ও তার সন্তানকে হাসপাতালে নিয়ে যেতে ছুটে আসেন। একজন বিমানকর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে উড়ন্ত বিমান থেকে নিজের কোলের শিশু ফেলে দেওয়ার চেষ্টা করার ঘটনার প্রসঙ্গে বিবৃতি দিয়েছে বিমান সংস্থাটি। তারা বলেছেন, “এরকম দক্ষতার সাথে এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা আমাদের কর্মীদের জন্য গর্বিত। তারা প্রত্যেকের নিরাপত্তার দিকে নজর দিয়েছে।” বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যে যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।