Sunday , May 12 2024
Breaking News
Home / Abroad / দুবাইয়ে পুলিশ দেখে পালাতে গিয়ে মারা গেল বাংলাদেশি সেই যুবক

দুবাইয়ে পুলিশ দেখে পালাতে গিয়ে মারা গেল বাংলাদেশি সেই যুবক

দুবাইয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সৌরভ মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে দুবাইয়ের রোলা শহরে এ দুর্ঘটনা ঘটে, তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সৌরভ মাঝি শরীয়তপুরের নদীয়া উপজেলার নশাসান ইউনিয়নের মাঝিকান্দি এলাকার সাঈদ মাঝির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে জীবিকার সন্ধানে দুবাই যান সৌরভ মাঝি। সেখানে তিনি শারজাহ শহরে রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। কয়েকদিন আগে তিনি চিত্রশিল্পীর চাকরি ছেড়ে সেখান থেকে রোলা শহরে পালিয়ে যান। রবিবার রাতে সৌরভ এবং তার দুই বন্ধু রোলা শহরের একটি বিল্ডিংয়ে ছিলেন। এ সময় পুলিশ ভবনটিতে হামলা চালালে সৌরভ পাশের একটি ভবনে লাফ দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বাংলাদেশে তার পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে।

নিহতের চাচাতো ভাই জামিল আহসান শুভ বলেন, সৌরভের চাচা গিয়াসউদ্দিন শিকদারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছি। তার এখনো দুই মাসের ভিসা আছে। পুলিশের আগমনে আতঙ্কিত হয়ে তিনি ভবন থেকে পালাতে লাফ দেন। পরে নিচে পড়ে মারা যান। তার মৃত্যু মেনে নেওয়া যায় না।

সৌরভের বাবা সৈয়দ মাঝি বলেন, ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি অন্তত শেষবারের মতো আমার ছেলের মুখ দেখতে চাই। সরকারের উচিত আমার ছেলের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।

স্থানীয় ইউপি সদস্য শাহীন ফকির জানান, এক আত্মীয়ের মাধ্যমে তিনি সৌরভের মৃত্যুর খবর পান। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। তবে নিহতের পরিবার কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে আমরা লাশ দেশে ফিরিয়ে আনতে সহায়তা করব।

About Rasel Khalifa

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *