Monday , May 13 2024
Breaking News
Home / Abroad / মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, দুই শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, দুই শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। তারা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন এবং ক্যামেরুনের নাগরিক।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ার বন্দর তাসিক পঞ্চপুরী বৈদুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সবার বয়স ৫৫ বছরের কম।

জানা গেছে, শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।

মালয়েশিয়া ইমিগ্রেশন আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনগণের অভিযোগের পর ৭৫২ জনের কাগজপত্র তদন্ত করেছে। এরপর গ্রেফতার করা হয় ৫৬১ জনকে।

ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদার ৪৫৫ জন কর্মকর্তা এই অভিযানে অংশগ্রহণ করেন। তাদের সহায়তা করেছিলেন জেনারেল মুভমেন্ট ফোর্স (পিজিএ) এর ৬০ জন কর্মকর্তা, জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) এর ১২ জন কর্মকর্তা এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এর পাঁচজন সদস্য।

আটককৃতদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো, কোনো পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘন করা। পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

About Rasel Khalifa

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *