Monday , May 13 2024
Breaking News
Home / Abroad / যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ব্রেন স্ট্রোক। মামুনুর রশিদ ওরফে মামুন (৩৬) নামে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পেনসিলভানিয়া শহরে এ ঘটনা ঘটে।

মামুন জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উলিয়ার ছেলে।

যুক্তরাষ্ট্রে প্রবাসী। মহসিন ওরফে লাল মিয়া জানান, মামুন ওই যাত্রীকে পেনসিলভেনিয়ায় নিয়ে যায়। সেখান থেকে নিউইয়র্কে ফেরার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বমি করে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সেলিম বলেন, ৭ ভাই-বোনের মধ্যে মামুন সবার বড় ছিলেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার।

About Zahid Hasan

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *