Tuesday , May 21 2024
Breaking News
Home / Countrywide / ”মাসে ৭৫ হাজার কোটি টাকার মদ, দেড় হাজার কোটি টাকার সিগারেটে ব্যয়, এরপরও বলে গরিব”

”মাসে ৭৫ হাজার কোটি টাকার মদ, দেড় হাজার কোটি টাকার সিগারেটে ব্যয়, এরপরও বলে গরিব”

শোবিজ অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফুর রহমান আগুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারও নাম উল্লেখ না করে গণমাধ্যমে শো-অফ করা এবং দেশের মানুষের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যবহারের সমালোচনা করেন তিনি। এর পাশাপাশি স্মার্টফোনের অবাধ ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই তারকা।

শুরুতেই আগুন কয়েকজনের সমালোচনা করে বলেন, ‘এদেশের মানুষ মদের পেছনে ৭৫ হাজার কোটি টাকা আর সিগারেটের জন্য দেড় হাজার কোটি টাকা খরচ করে। তারপরও অনেকে বড় মুখ করে বলেন, আমার দেশ গরীব। এ দেশে এমন অনেক লোক আছে যারা ব্র্যান্ড ছাড়া পোশাক কেনেন না। ব্র্যান্ডের পোশাক কেনার পর আবার ঢাকঢোল পিটিয়ে সে কথা জানান সবাইকে। আমার এসব আচরণ একদমই অপছন্দ। আমি মনে করি, প্রয়োজনের অতিরিক্ত কোনকিছুই ভালো না।’

ইন্টারনেটের ব্যবহার সবার জন্য উন্মুক্ত থাকাটা শঙ্কাজনক জানিয়ে এই গায়ক বলেন, ‘নেটদুনিয়ায় সবার জন্য সবকিছু খোলা থাকায় দেশে ভয়ংকর পরিস্থিতি নেমে এসেছে। নীল ছবি বেশি দেখার তালিকায় পৃথিবীর ২০৬টি দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আমার দেশ। চলচ্চিত্রে এখন ১৮ প্লাস ক্যাটাগরির সিনেমা মানেও অসঙ্গতি। দেশে শিশুদের ‘আদর্শ লিপি’ বই আর পড়ার চল নেই। তাহলে আদর্শ মানুষ কীভাবে তৈরি হবে?’

আজকাল সব শ্রেণীর মানুষের হাতেই স্মার্টফোন। কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ মন্দ কাজে ব্যবহার করে। এই প্রসঙ্গটি তুলে ধরে আগুন বলেন, “কিছু মানুষের জন্য সমাজে আরও অনেক অসঙ্গতি দেখা যায়। এক স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের সবকিছু আজ হাতের মুঠোয়। এটা ভালো দিক। কিন্তু একজন রুচিশীল, শিক্ষিত ওই স্মার্টফোন দিয়ে যা দেখতে বা জানতে চাইবে একজন রুচিহীন বা অশিক্ষিত কেউ কিন্তু তা দেখতে বা জানতে চাইবে না। তারা অশৈল্পিক জিনিসের প্রতিই বেশি ঝুঁকবে। তাই সবার কাছে সব টেকনোলজি খুলে রাখা উচিত নয় বলে আমি মনে করি।’

আগুন মনে করেন, মিডিয়ায় অহংকারী মানুষের অভাব নেই। তিনি বলেন, ‘এক-দুটি কাজ হিট হলেই সে ভাব নিয়ে চলতে শুরু করে। মোবাইলে ভারতের শাহরুখ খানের সিনেমা দেখে আর প্রেক্ষাগৃহে তার সিনেমা রিলিজ আটকায়। মুক্ত বাজার অর্থনীতিতে সিনেমা আটকাতে চাওয়ার কারণই হলো দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীরা যে কিছু পারে না, সে গোমর ফাঁস হওয়ার ভয়। এ দোষ তাদের দিয়েও লাভ নেই। সর্বক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতায় তাদের নামার একটাই কারণ আমি মনে করি, আর তা হলো মুক্ত আকাশ দেখার সৌভাগ্য তাদের কখনও হয়নি; আর কখনও হবেও না।’

প্রসঙ্গত, খান আসিফুর রহমান আগুন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান এবং সংগীতশিল্পী নিলুফার ইয়াসমিনের একমাত্র ছেলে। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন তিনি। এই শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আমার স্বপ্ন কেন এমন স্বপ্ন হ্য়’, ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথে চলার’, ‘বাবা বলে ছেলে নাম কোরবে’, ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ ইত্যাদি উল্লেখযোগ্য। গানের পাশাপাশি অভিনয়ও করেছেন আগুন।

About bisso Jit

Check Also

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ঘূর্ণিঝড় ”রোমাল” নিয়ে যা জানা গেল

সারাদেশে চলমান তাপপ্রবাহ কিছুটা কমেছে। আগামী দুই-একদিন তাপমাত্রা আরও কমবে। চলতি সপ্তাহের শেষের দিকে বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *