Wednesday , May 15 2024
Breaking News
Home / Countrywide / এবার স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন সুর কাদেরের

এবার স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন সুর কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষণাকারী হতে পারে না।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এতদিন পরও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক রয়েছে। পাঠক ঘোষণাকারী হতে পারে না। ঘোষক কে তা নিয়ে বিতর্ক তখনই শেষ হবে যখন আমরা সত্য জানতে যাব। ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট পেয়েছিলেন।

সেতুমন্ত্রী বলেন, আবুল কাশেম, এম এ হান্নানসহ অনেকে ঘোষণা পাঠ করেন। সেখানে জেনারেল জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। আজ এত বছর পর এদেশের মানুষের কথা ভাবতে হচ্ছে, এদেশের অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে। যারা আমাদের বিজয়ে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, আজ আমাদের শপথ-বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি বিজয় সুসংহত বা বাধাগ্রস্ত করছে, আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তিকে পরাজিত ও প্রতিহত করব।

ভারতবিরোধী প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর আগেও বিরোধিতা হয়েছে, এই বিরোধিতা পাকিস্তান আমলের। যখন কোনো রাজনৈতিক ইস্যু নেই, তখনও ভারতবিরোধী ইস্যু আছে। এটা নতুন কিছু নয়।

About Babu

Check Also

অবশেষে যত বছর সাজা হলো মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য করা সেই জবি শিক্ষার্থী তিথি সরকারের

ইসলাম অবমাননার দায়ে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রী তিথি সরকারকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *