Monday , May 20 2024
Breaking News
Home / Exclusive / ফের বিএসএফ-এর গুলিতে নিথর আরেক বাংলাদেশি যুবক, জানা গেল কারণ

ফের বিএসএফ-এর গুলিতে নিথর আরেক বাংলাদেশি যুবক, জানা গেল কারণ

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত চৌকির (বিওপি) কাছে মিলমারী এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আল আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর কলোনিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় আল আমিনসহ কয়েকজন নিয়ে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর মূল পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে নিতপুর সীমান্তের মিলমারী এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় আজ ভোর সাড়ে ৪টার দিকে ভারতের মালদহ জেলার বিএসএফ ১৫৯ ব্যাটালিয়নের আগ্রাবাদ ক্যাম্পের সৈন্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালাতে সক্ষম হলেও আল আমিনকে গুলি করে হত্যা করা হয়। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা আল আমিনের লাশ নিয়ে যায়।

নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক জানান, আল আমিন ভারত থেকে গরু আনতেন। টাকার বিনিময়ে রাখাল হিসেবে ভারত থেকে গরু নিয়ে আসতেন। গতকাল রাতে আল আমিন আরও ১০ থেকে ১২ জনের সঙ্গে গরু আনতে নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করেন। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মিলমারী এলাকায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

About Nasimul Islam

Check Also

দুই পুলিশ সদস্যকে পেটালেন যুবক, জানা গেল কারণ

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে এক যুবকের বিরুদ্ধে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *