Monday , May 20 2024
Breaking News
Home / Entertainment / হঠাৎ চলেন গেলেন জনপ্রিয় তারকা, বিনোদন জগতে শোকের ছায়া

হঠাৎ চলেন গেলেন জনপ্রিয় তারকা, বিনোদন জগতে শোকের ছায়া

ইন্ডাস্ট্রিতে একের পর এক মৃত্যুর খবর। একজনের মৃত্যু কাটিয়ে উঠার আগেই বেরিয়ে আসছে আরেকজনের মৃত্যুর খবর। কন্নড় ছবির প্রযোজক সৌন্দর্য জগদীশের মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আর এতেই দানা বেঁধেছে র/হস্যের।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে প্রযোজক জগদীশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে আবার শোনা যায়, তিনি মানসিক অবসাদ থেকে নিজের ইচ্ছায় মারা গেছেন। আর এর পেছনে কারণ হিসেবে মনে করা হচ্ছে শাশুড়ির মৃত্যুতে শোক।

জগদীশ কন্নড় শিল্পের একজন বিখ্যাত প্রযোজক ছিলেন। তিনি আপ্পু পাপ্পু’, ‘স্নেহিতারু’, ‘রামলীলা’, ‘মস্ত মাজা মাড়ি’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

রোববার (১৪ এপ্রিল) প্রযোজকের মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। পরে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদে জগদীশ স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেন। তবে প্রযোজকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তার কোনো আর্থিক সমস্যা বা দাম্পত্য কলহ ছিল না। এদিকে, বেঙ্গালুরু সিটি পুলিশের ডিএসপি (উত্তর) সাইদুর আদাভাত জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর শাশুড়ি মারা গেছেন। তিনি খুব কাছের মানুষ ছিলেন। কিন্তু শাশুড়ির মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রযোজক জগদীশ।

এছাড়া প্রযোজকের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, বিষণ্ণতার কারণে জগদীশ চিকিৎসকের পরামর্শও নিয়েছেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত না হলেও, এই প্রযোজকের মৃত্যু কন্নড় শিল্পে শোকের ছায়া ফেলেছে।

About Babu

Check Also

অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

তেলেগু অভিনেত্রী পবিত্র জয়রাম ১২ মে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। অন্ধ্র প্রদেশের মেহবুবা নগরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *