Monday , May 20 2024
Breaking News
Home / Countrywide / ‘‘একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার’’

‘‘একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার’’

তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ছেটাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

মেয়র বলেন, হিট অফিসারের পরামর্শ অনুযায়ী ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছেটানো হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টিপাত ছেটানো হবে।

আতিকুল ইসলাম জানান, এ ধরনের বৃষ্টি পর্যায়ক্রমে রাজধানীর পার্কগুলোতে ছেটানো হবে। এছাড়া উত্তর সিটির ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি বিশুদ্ধ পানি পান করার ভ্যান থাকবে। এ সময় তিনি প্রতিটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধ জানান। কেউ যাতে অবৈধভাবে জলাশয়, লেক, খাল ও খেলার মাঠ দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান মেয়র।

হিট অফিসার প্রসঙ্গে মেয়র বলেন, সিটি করপোরেশন থেকে একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার। সিটি করপোরেশন অফিসে তার জন্য কোনো চেয়ার নেই।

এদিকে পানির স্প্রে ছিটিয়ে আনন্দে নিজেদের হারিয়ে ফেলতে দেখা যায় সব বয়সের শিশু-কিশোরদের।

About Babu

Check Also

ফজরের নামাজ যাচ্ছিলেন ইজাজুল, রাস্তায় ছিঁড়ে খেলো কুকুরের দল

ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ রাস্তায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *