Saturday , May 11 2024
Breaking News
Home / Abroad / মালয়েশিয়ায় গিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশী প্রবাসীরা, অভিযান চালিয়ে আটক

মালয়েশিয়ায় গিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশী প্রবাসীরা, অভিযান চালিয়ে আটক

মালয়েশিয়ায় কাজ খুঁজতে গিয়ে প্রতারিত হওয়ায় থানায় অভিযোগ করতে যান। উল্টো পুলিশ প্রতারিত ওই ১৭১ জন অসহায় বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা শ্রমিকদের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযোগ করতে গিয়ে ১৭১ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে

সম্প্রতি ভালো আয়ের আশায় মোটা অঙ্কের টাকা খরচ করে মালয়েশিয়ায় এসেছেন শত শত বাংলাদেশি শ্রমিক। তবে আশানুরূপ কাজ করতে না পারায় থাকা-খাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন তারা।

দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় আসা এসব শ্রমিকরা কাজ পাওয়ার দাবিতে সম্প্রতি জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যান।

এসব অসহায় শ্রমিক দলে দলে হেঁটে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

About Rasel Khalifa

Check Also

প্রবাসীদের জন্য সুখবর, সহজেই মিলবে ইতালি থেকে আমেরিকার ভিসা

বর্তমানে প্রায় ১৪০ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন। যাদের অনেকেই দেশ থেকে অন্য দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *