Tuesday , May 21 2024
Breaking News
Home / National / ফের নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে যে অবস্থানের কথা জানালো যুক্তরাষ্ট্র

ফের নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে যে অবস্থানের কথা জানালো যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে আবারো দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারপরও বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের এ অবস্থানের কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবের হোসেন চৌধুরী ও পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলেও আমরা কিছু বিষয়ে একসঙ্গে কাজ করতে চাই। জলবায়ু পরিবর্তনসহ পরিবেশগত ইস্যুতে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, আমি যদি আজকের মিটিংয়ের কথা বলি। দুটি দেশের মধ্যে সম্পর্ক থাকে। সেখানে আমরা সব বিষয়ে যে একমত হবো এমন না। কিছু কিছু জায়গায় আমাদের ভিন্নমত থাকতেই পারে।

সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে তাদের একটি বক্তব্য- আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরও আমরা চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাক।

সাবের হোসেন চৌধুরী বলেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়েছি। তবে তাদের বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু নয় যা আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আরও বলেছেন যে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদার হিসাবে কাজ করবে।

About Rasel Khalifa

Check Also

Andriol Testocaps 40mg Kapseln: Dosierung, Nebenwirkung & Wirkung

Andriol Testocaps 40mg Kapseln: Dosierung, Nebenwirkung & Wirkung Insbesondere dürfen schwangere Frauen keinen Kontakt mit …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *