Tuesday , May 14 2024
Breaking News
Home / Entertainment / পাগলা হাসান আর নেই

পাগলা হাসান আর নেই

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুরমা সেতুর কাছে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গায়ক পাগল হাসানসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাতক থানার ওসি শাহ আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে পাগল হাসানসহ পাঁচজন অটোরিকশাযোগে নিজ উপজেলায় ফিরছিলেন। অটোরিকশাটি চাতকের সুরমা সেতু এলাকায় পৌঁছালে গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারগামী একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসানসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এতে অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি শাহ আলম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় পাগল হাসানের মৃত্যুর খবর জানিয়েছেন বেশ কয়েকজন।

তার মৃতদেহের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেশ কয়েকজন। সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

পাগল হাসানের সহকর্মীরা অনেকেই শোক প্রকাশ করেন। পাগল হাসান সুনামগঞ্জের ছেলে। সঙ্গীত শিল্পে তিনি সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। দর্শকদের মধ্যেও জনপ্রিয় ছিল। তার লেখা গানগুলো গেয়েছেন আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় গায়ক।

পাগল হাসানের বেশ কিছু হিট গানও রয়েছে। এর মধ্যে আসমান জয়ো রে বন্ধু, জীবন খাতা, আমি জাইলা মরি উল্লেখযোগ্য।

About Babu

Check Also

ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে না আনতে ক্যাটরিনার চু্ক্তি

পর্দার বাইরেও প্রতি মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছেন অভিনেতা-অভিনেত্রীরা। বেশিরভাগ শিল্পী ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনতে চান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *