Thursday , May 16 2024
Breaking News
Home / Countrywide / শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে এবার কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে এবার কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি কাম্য নয়।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার এক ধরনের মানসিকতা তৈরি করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়কে কেন সব বিষয়ে আদালতের নির্দেশ আনতে হবে? হাইকোর্টের আদেশ আপিল বিভাগে যাবেন বলেও জানান তিনি।

এ সময় সাংবিধানিকভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করা বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

এসময় অসুস্থ হয়ে পড়া শিক্ষক-শিক্ষার্থীদের নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন সেটাও দেখার বিষয়।

উষ্মা নিয়ে প্রশ্ন তোলেন, স্কুল তো গরমের জন্য বিপজ্জনক, আর মাঠ-ঘাট নেই!

তিনি বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো কারণ নেই।

এর আগে, সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে আদেশে আরও জানানো হয়েছে যে যে সমস্ত স্কুলে এসি সিস্টেম রয়েছে, পরীক্ষা চলছে, ও-লেভেল, এ-লেভেল পরীক্ষা এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে এই আদেশ প্রযোজ্য হবে না।

About Babu

Check Also

আজকে থেকে সারা দেশে- নো হেলমেট, নো ফুয়েল: কাদের

বনানী বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *