Tuesday , May 21 2024
Breaking News
Home / International / ৬ বছরের আরিয়ান’কে খুজতে মাঠে নেমেছে ১২০০ জন

৬ বছরের আরিয়ান’কে খুজতে মাঠে নেমেছে ১২০০ জন

পুলিশ, সেনা, দমকলকর্মী এবং স্বেচ্ছাসেবক সহ প্রায় ১২০০ জন লোক এক সপ্তাহ আগে জার্মানিতে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী একটি ছেলেকে খুঁজে পেতে কাজ করছে। আরিয়ান নামে নিখোঁজ শিশুটি অটিস্টিক বলে জানা গেছে। ডয়চে ভেলের খবর।

জানা গেছে, উত্তর জার্মানির ব্রেমারফেল্ড শহরের এলম এলাকায় তল্লাশি চলছে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, গত সপ্তাহের সোমবার সন্ধ্যায় আরিয়ান নামের ওই শিশুটি বাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের দিকে যাচ্ছিল। এ সময় তার পরনে ছিল কমলা রঙের লম্বা হাতা সোয়েটার ও কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট।

পুলিশ বলছে আরিয়ানের অটিজম আছে। তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। এছাড়া সেনারা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে। নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে।

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের সঙ্গে কোনো অপরাধমূলক সম্পৃক্ততা পাওয়া যায়নি। আর পুলিশ বলছে যে এলাকায় তল্লাশি চলছে সেখানে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে।

About Nasimul Islam

Check Also

মর্মান্তিক দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে কী করছিলেন রাইসি (ভিডিওসহ)

রোববার (১৯ মে) হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *