Sunday , June 16 2024
Home / Countrywide / ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, সন্ধ্যার মধ্যে আঘাত হানবে দেশের যেসব অঞ্চলে

ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, সন্ধ্যার মধ্যে আঘাত হানবে দেশের যেসব অঞ্চলে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার (২২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী দুই দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বা পরের দিন বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ ঘনীভূত হলে বিষণ্নতা তৈরি হবে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা বলা যাচ্ছে না। এ ছাড়া নিম্নচাপ থেকে বাতাসের গতি বৃদ্ধি পায় এবং তা উচ্চারিত নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপর নিম্নচাপে পরিণত হতে পারে।

About Nasimul Islam

Check Also

মসজিদের ইমামের কোনো দোষ নেই, জবির সেই আলোচিত ছাত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. ছালাহ উদ্দিনকে এক ছাত্রীকে ঘিরে বিতর্কিত ঘটনার জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *